নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ হতে জাল সনদ ব্যবহার করায় সাতজনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার কমিশন সাত কোচের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা দায়েরের অনুমোদন দিয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা হলেন- বিকেএসপির প্রধান শ্যূটিং কোচ সৈয়দ আসবাব আলী, আরচারির মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফুটবলের মোহাম্মদ মাকসুদুল আমিন ওরফে রানা, জুডোর মো. আবু বকর সিদ্দিক, জিমন্যাস্টিকসের কাজী আকরাম আলী এবং বক্সিংয়ের মো. আবু সুফিয়ান ও মো. জহির উদ্দিন।
প্রণব কুমার বলেন, “তারা কোচ হিসেবে যোগদানের সময় বিকেএসপিতে সর্বোচ্চ যে সনদ দাখিল করেছেন দুদকের অনুসন্ধানে সেগুলো জাল হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”
দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এসব অভিযোগ অনুসন্ধান করেন জানিয়ে তিনি বলেন, “শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”
Be the first to comment on "জাল সনদ ব্যবহারে বিকেএসপি ৭ কোচের বিরুদ্ধে মামলা"