নিউজ ডেস্ক : রাজধানীতে ছুরিকাঘাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র তৃতীয় বর্ষের ছাত্র নাসিম উদ্দিন (২৪) খুন হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে এ ঘটনা ঘটে। নাসিম উদ্দিন ওই এলাকার সাইদ্দিনের ছেলে।
নিহত নাসিম উদ্দিনের বাবা সাইদ্দিন বলেন, ‘গতকাল রবিবার রাতে বাড়ির সামনে বিপিএল খেলা নিয়ে বাজিধরে অনেকে। এ বাজিকে কেন্দ্র করে আমার ছেলে (নাসিম উদ্দিন) রমজান নামে এক ব্যক্তিকে থাপ্পর মারেন। খবর পেয়ে সেখানে আমি গেলে রমজানের লোকজন আমাকে থাপ্পর মারেন। সোমবার সকালে নাসিমকে অজ্ঞাতপরিচয় এক যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Be the first to comment on "রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু"