পুজডেমনের শর্তসাপেক্ষে মুক্তি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : স্পেনের কাতালুনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার চার মন্ত্রীকে শর্তাধীন মুক্তি দিয়েছেন এক বেলজীয় বিচারক।

বেলজিয়ামে আশ্রয় নেওয়া পুজডেমন ও তার সঙ্গী সাবেক চার কাতালান মন্ত্রীকে গ্রেপ্তারে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রবিবার ব্রাসেলসে বেলজীয় পুলিশের কাছে আত্মসমর্পন করেছিলেন তারা।

স্পেনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, সরকারি তহবিলের অপব্যহার ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের আগামী ১৫ দিনের মধ্যে ফের আদালতে হাজিরা দিতে হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন বেলজীয় এক কৌঁসুলি।

আদালতের অনুমিত ছাড়া তাদের বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি আদালতকে তাদের বেলজিয়ামের আবাসস্থলের বিস্তারিত জানাতে আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পুজডেমন বাদে বাকি চারজন হলেন তার সাবেক সরকারের কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।

গত ২৭ অক্টোবর কাতালুনিয়ার পার্লামেন্টে স্বাধীতার ঘোষণা আসার পর আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করে স্পেন। সেই সঙ্গে পুজডেমন ও তার মন্ত্রীদের বরখাস্ত করা হয়।

এরপর কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি এই নেতাদের বিরুদ্ধে স্পেনের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু তার আগেই চার সহযোগীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদেমন।

আদালতের সমনে হাজির না হওয়ায় গত শুক্রবার স্পেনের একজন বিচারক ওই পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

Be the first to comment on "পুজডেমনের শর্তসাপেক্ষে মুক্তি"

Leave a comment

Your email address will not be published.




17 − 17 =