নিউজ ডেস্ক : মাদক সেবনে বাধা দেওয়ায় কেরানীগঞ্জে সালাউদ্দীন (৪০) নামে এক ওমান প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা।
শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সালাউদ্দীন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গ্রামের ফালানের ছেলে। তিনি ছুটিতে দেশে এসেছিলেন।
বাড়ির পাশে মাদকের আসর বসানোয় বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে বলে নিহত ব্যক্তির ছোট ভাই আলাউদ্দিন দাবি করেছেন। তিনি বলেন, বাড়ির পাশে মাদকের আসর বসানোয় মাস খানেক আগে বাধা দিয়েছিলেন সালাউদ্দিন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে হত্যা করেছে।
আলাউদ্দিন বলেন, শনিবার রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের আরিফ, মিজান, ইসানুর ও মরতু নামে কয়েকজন তার বড় ভাই সালাউদ্দীনকে বাসার থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরিফ বাসার সামনেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ভাইয়ের চিৎকারে স্বজনারা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে তার ভাই মারা যান।
Be the first to comment on "মাদক সেবনে বাধা দেওয়ায় প্রবাসী খুন"