সোমালিয়ায় মার্কিন জোটের বিমান হামলা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে মার্কিন জোট। সোমালিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যৌথভাবে শুক্রবারের ওই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন-আফ্রিকা কমান্ড (আফ্রিকম) বলছে, সোমালিয়ার স্থানীয় সময় রাত ৯ টায় প্রথম বিমান হামলাটি চালানো হয়। এর পর সকাল ১১ টায় দ্বিতীয়বার বিমান হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আমরা এখন হামলার ফলাফল মূল্যায়ন করছি। গত মাসে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত তিনশ ৫০ জন নিহত হয়। এর আগে এত বড় ধরনের হামলা প্রত্যক্ষ করেনি সোমালিয়ার জনগণ।

গতমাসে পুন্টল্যান্ড অঞ্চলের একটি পাহাড়ি এলাকা দখল করে নেয় সন্ত্রাসী গোষ্ঠী। আফ্রিকম তাদের বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের জঙ্গিবিরোধী অভিযানে মার্কিন বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

সূত্র আল জাজিরা

Be the first to comment on "সোমালিয়ায় মার্কিন জোটের বিমান হামলা"

Leave a comment

Your email address will not be published.




three × 3 =