নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে সরকারকে সমঝোতায় আসতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, সরকার সমঝোতায় না আসলে আগামী দিনে দেশের মানুষ রাস্তায় নেমে গণজোয়ার সৃষ্টি করবে। গণবিষ্ফোরণের ভয়ে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে। কারণ, দেশের মানুষ এখন পরিবর্তন চায়।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেখানে খুশি সেখানে যাবেন। শত বাধাও তার অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। বিএনপির এ অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে।
বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলার তীব্র জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এ হামলা জনগণের অধিকার আদায়ের বিরুদ্ধে আক্রমণ। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ। দেশে মানুষ কি এত বোকা, কারা হামলা করেছে তারা জানেন না? দেশের ৯৯ শতাংশ জনগণ বিশ্বাস করে এই হামলা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা করেছে।
একই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্রের লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে আমাদেরকে জয়লাভ করতে হবে। এই লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতন্ত্রের স্বপক্ষে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, দুইভাবে আমরা ক্ষমতায় যেতে পারি, দুইভাবে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। একটি হচ্ছে গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। আরেকটি হচ্ছে অবাধ সুষ্ঠ একটি নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ভোট দিতে পারে। এই নির্বাচনের প্রেক্ষাপটটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আমরা দাবি করবে, আর সব হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই।
বিএনপির এ নেতা আরও বলেন, ৪৬ বছরে আওয়ামী লীগ বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি পক্ষ থেকে কখনও শহীদ জিয়াউর রহমান কখনও বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। তেমনিভাবে আগামী দিনগুলো গণতন্ত্রের দিন। আগামী দিন বিএনপির দিন, খালেদা জিয়ার দিন।
আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এবং শাহবাগ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
Be the first to comment on "সরকারকে সমঝোতায় আসতেই হবে : মওদুদ"