নিউজ ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে লিগ ওয়ানে আগে ম্যাচে নিসের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। তবে চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটের বিপক্ষে মাঠে ফিরেই দলকে এনে দেন ৫-০ গোলের দুর্দান্ত জয়। আজ (শনিবার) লি ওয়ানে অঁজির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই তারকার।
শুধু নেইমারই না, এ ম্যাচে আরও তিন সিনিয়র খেলোয়াড় ডি মারিয়া, মার্কিনিয়োস ও মোত্তাকে ছাড়াই মাঠে নামবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পিএসজি কোচ জানান, ‘চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচে আঘাত পেয়েছিলেন নেইমার। এতে সামান্য অসুস্থবোধ করছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তাই এ ম্যাচে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
এদিকে ডি মারিয়া ও মার্কিনিয়োসের স্ত্রী এই সপ্তাহে সন্তান জন্ম দিতে পারেন। তাই ম্যাচটিতে থাকতে পারছেন না এই দুই খেলোয়াড়। আর হাঁটুর চোটে পড়ায় থাকছেন না চিয়াগো মোত্তা।
উল্লেখ্য, লিগ ওয়ানে দুর্দান্ত সময় পার করছে পিএসজি। এখন পর্যন্ত কোনো ম্যাচে না হারা দলটির পয়েন্ট ১১ ম্যাচে ২৯।
Be the first to comment on "নেইমারকে ছাড়া মাঠে নামবে পিএসজি"