নিউজ ডেস্ক : টানা বৃষ্টিতে ভারতের চেন্নাই প্রদেশে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। বেশিরভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। খবর ইন্ডিয়া টুডে।
বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে ।
বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। বৃষ্টিপাত রেকর্ড মাত্রা ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত চেন্নাইয়ে ৪৪১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চেন্নাইয়ের প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
Be the first to comment on "চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতে ৮ জনের মৃত্যু"