নিউজ ডেস্ক : বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন ৮। মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির সেন্টারগুলো ছাড়াও গেজেট অ্যান্ড গিয়ার, এক্সিকিউটিভ মেশিন, আই সেন্টার, কম্পিউটার সোর্স, মোবাইল ওয়ার্ল্ড, পিকাবো.কমে আইফোন ৮ পাওয়া যাচ্ছে।
অ্যাপেলের অনুমোদিত প্রতিষ্ঠান কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের বিজনেস কন্ট্রোলার (মোবাইল বিভাগ) মোহাম্মদ আফিস আলমগীর এ তথ্য জানিয়েছেন।
অ্যাপেল জানিয়েছে, নতুন আইফোনে সিঙ্গেল ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক। যা রূপালী, ধূসর ও সোনালী এই তিন রঙে পাওয়া যাচ্ছে। ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ থাকায় আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। সবশেষ প্রযুক্তির ক্যামেরা সেন্সর ও প্রসেসর সম্বলিত এই ফোনে রয়েছে নয়েস রিডাকশন টেকনোলজি ও কালার ফিল্টার। যা ভিডিওর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমযুক্ত ৪কে ভিডিও কোয়ালিটি দেবে।
বাংলাদেশের বাজারে আইফোন ৮ (৬৪ জিবি) ৯২ হাজার, আইফোন ৮ (২৫৬ জিবি) ১ লাখ ১১ হাজার ৫০০, আইফোন ৮ প্লাস (৬৪ জিবি) ১ লাখ ৫ হাজার এবং আইফোন ৮ প্লাস (২৫৬ জিবি) ১ লাখ ২৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
Be the first to comment on "বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন ৮"