খালেদার স্থায়ী জামিন আবেদন না মন্জুর

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ১১টা ২৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত হলে বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় তার আইনজীবীরা স্থায়ী জামিন আবেদন করেন।

আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের মেয়াদ ধার্য তারিখ পর্যন্ত না দিয়ে বেশি মেয়াদ দেওয়ার আবেদন করেন।

জামিন আবেদনের সময় খালেদার আইনজীবী জয়নুল আবেদীন জানান, খালেদা জিয়া এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি পালিয়ে যাওয়ার মতো নেত্রী নন। তিনি কখনো আদালতের মিস ইউজ করেননি। চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। পূর্ণ চিকিৎসা করতে পারেননি। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজিরা দেওয়ার জন্য দেশে ফিরেছেন।

আদালতের প্রতি আমাদের আবেদন, সব বিষয় বিবেচনা করে আদালত যেন মামলার জামিন স্থায়ী করেন।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ধার্য তারিখ পর্যন্ত বহাল রাখার আবেদন জানান রাষ্ট্রপক্ষের আনইজীবীরা। তাদের দাবি, খালেদা জিয়া আদালতের আদেশের মিস ইউজ করেছেন।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি বকশীবাজার আলিয়া মাদরাসার বিশেষ আদালতের রওয়ানা হন। সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান।

 

Be the first to comment on "খালেদার স্থায়ী জামিন আবেদন না মন্জুর"

Leave a comment

Your email address will not be published.




three × 4 =