ফেসবুকের বিরুদ্ধে মামলা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ওভারটাইমের অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক বিরুদ্ধে মামলা করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক এক কর্মী। সুশি বিগার নামের সাবেক এই কর্মীর অভিযোগ, ফেসবুক কর্মীদের ওভারটাইমের কোনো অর্থ দেয় না।

সুশির দাবি, ওভারটাইমের ক্ষেত্রে কর্মীদের ভুলভাবে শ্রেণিভূক্ত করা হচ্ছে। ফলে তাদেরকে ওভারটাইমের আয় থেকে বঞ্চিত করা হচ্ছে।

সুশি বিগার ফেইসবুকের শিকাগো অফিসের ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার ছিলেন।

তিনি তার অভিযোগে বলেন, তাকে এবং তার সহকর্মীদের অবৈধবভাবে ব্যবস্থাপক হিসেবে শেণিভূক্ত করেছে ফেইসবুক। এর ফলে তারা ওভারটাইমের টাকা থেকে বঞ্চিত হয়েছেন।মার্কিন আদালতে বিষয়টি নিয়ে মামলা করেছেন সুশি। মামলায় পাওনা অর্থ, ক্ষতিপূরণ, লাভ এবং মামলা পরিচালনার খরচ দাবি করা হয়েছে।

তবে ফেইসবুক কর্তৃপক্ষ বলছে, তারা জোরালোভাবে বিষয়টি প্রতিহত করবে। একই সঙ্গে তারা বলছে, মামলাটি ভিত্তিহীন।

 

Be the first to comment on "ফেসবুকের বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.




four × one =