নিউজ ডেস্ক : চট্টগ্রামের সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়কপথে রওনা করেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছেন।
এর আগে, সোমবার কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। এছাড়া একটি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনও করেন সাবেক এই প্রধানমন্ত্রী। উখিয়াতে প্রায় ২৪ ঘণ্টা অবস্থানের পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছেন তিনি।
সোমবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন খালেদা জিয়া।
Be the first to comment on "ঢাকার পথে খালেদা জিয়া"