ডেন্টালে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪২ শিক্ষার্থী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে আসন্ন ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চলতি বছর মোট ২২ হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। মোট আবেদনকারির মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে ৬ হাজার, শহীদ সোহরাওয়ার্দীতে ৬ হাজার ও স্যার সলিমুল্লাহতে ৪ হাজার ৪১১টি আবেদন জমা পড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার দায়িত্বশীল সূত্রে এ সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ২৯ অক্টোবর (শনিবার) রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল।

 

আগামি ১০ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় জীববিদ্যায় ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজি ১৫, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ এবং আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটসহ মোট নয়টিতে ৫৩২টি ও বেসরকারি ২৬ ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট এক হাজার ৩৬০টি আসন রয়েছে। দুই বছর আগ পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হলেও গত বছর থেকে পৃথক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে রাজধানীতে ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তিনটি ও রাজশাহী ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

সরকারি ডেন্টালে কোথায় কত আসন :
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বিভিন্ন ১টি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটের মধ্যে সাধারণ আসনে ৫১৭টি, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি ও উপজাতি কোটায় ৫টিসহ মোট ৫৩২টি আসন রয়েছে। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় ২টিসহ মোট ৯৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৬টি, ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি ও রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি আসন রয়েছে।

Be the first to comment on "ডেন্টালে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪২ শিক্ষার্থী"

Leave a comment

Your email address will not be published.




5 + seventeen =