নিউজ ডেস্ক : কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
এর আগে রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছে সেখানে রাত্রিযাপন করেন বিএনপি চেয়ারপারসন।
রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাদের ত্রাণ দিতে শনিবার সকালে ঢাকা থেকে রওনা দেন বিএনপি নেত্রী। পথের মধ্যে ফেনী সার্কিট হাউজে বিরতি দিয়ে চট্টগাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।
সেখান থেকে রোববার রাতে কক্সবাজার সার্কিট হাউজে এসে বিশ্রাম নেন তিনি।
Be the first to comment on "উখিয়ার পথে খালেদা জিয়া"