নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম রব্বানী।
বিচার বিভাগের এই কর্মকর্তাকে দায়িত্ব পালনরত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী প্রেষণে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার নিয়োগে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করে রোববার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন গোলাম রব্বানী।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ হিসেবে বদলি করা হয়।
Be the first to comment on "হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার গোলাম রব্বানী"