তামিম-সারোয়ার গ্রুপের ৩ সদস্য আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবলাবোনা থেকে তামিম-সারোয়ার গ্রুপের এহসার ও গায়েরে এহসার তিন সদস্যকে অস্ত্র, গান পাউডার ও জিহাদি বইসহ আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম মঈন (২৫), একই এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে মো. রসুল বক্স (৫০) ও শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিনের ছেলে মো. ইসলাম (৭০)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, সদর উপজেলার বাবলাবোনা এলাকার একটি আম বাগানে ৮ থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য জেনারুল, রসুল ও ইসলামকে আটক করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১.১ কেজি গান পাউডার ও ৩টি জিহাদি বই উদ্ধার করা হয়।

Be the first to comment on "তামিম-সারোয়ার গ্রুপের ৩ সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.




3 × 1 =