নিউজ ডেস্ক : চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল (সোমবার) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন।
গত ১৬ অক্টোবর চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যান তিনি। ২০ অক্টোবর সেখানকার ন্যাশনাল হাসপাতালে এরশাদের সফল অস্ত্রোপচার হয়। গতকাল হাসপাতাল থেকে সিঙ্গাপুরের হোটেল প্যান প্যাসিফিকে উঠেছেন তিনি।
একই হোটেলে অবস্থানরত দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসা শেষে জাপা চেয়ারম্যান এখন অনেকটাই সুস্থ। ৩০ অক্টোবর বিকেলে তার (এরশাদ) দেশে ফিরে আসার কথা রয়েছে।
Be the first to comment on "আগামীকাল দেশে ফিরবেন এরশাদ"