তাজমহল চত্বরে নামাজ বন্ধের দাবি আরএসএসের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : তাজমহল চত্বরে নামাজ বন্ধের দাবি জানিয়েছে ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। তাজমহলে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি না-হলে তাজমহলে শিবের পূজা করতে দিতে হবে বলেও দাবি তুলেছে তারা।

আরএসএসের অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব ড. বালমুকুন্দ পাণ্ডে ইন্ডিয়া টুডেকে বলেন, ‘তাজমহল আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজমহল ব্যবহার হবে? এখানে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।’

তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নামাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সে দিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ। এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, ‘সমাধির উপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত।’

কয়েকদিন আগে তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করতে গিয়েছিলেন হিন্দু যুবা বাহিনীর সদস্যরা। তাদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিবমন্দিরই ছিল।

বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, ‘আজ যেখানে তাজমহল, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজমন্দির করা হোক।’

এ বিতর্কের মাঝেই গত বৃহস্পতিবার তাজমহল পরিদর্শন করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সস্ত্রীক তাজমহল পরিদর্শনের পর এটি আবারো কোনো মুখ্যমন্ত্রীর পরিদর্শন।

Be the first to comment on "তাজমহল চত্বরে নামাজ বন্ধের দাবি আরএসএসের"

Leave a comment

Your email address will not be published.




five × four =