অক্সফোর্ড ডিকশনারিতে নতুন শব্দ আব্বা-দিদি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো আব্বা, দিদি, আচ্ছা, বাচ্চা, বড় দিনের মতো আরও বেশ কয়েকটি উপমহাদেশীয় শব্দ। অক্সফোর্ড ডিকশনারির ২০১৭ সালের সেপ্টেম্বর সংযোজনায় শব্দগুলো পাওয়া গেছে।

অভিধানে নতুন শব্দের তালিকায় আরও রয়েছে বাপু, বাস (থামা), চাচা প্রভৃতি। বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলুগু, গুজরাটি মিলিয়ে মোট ৭০টি উপমহাদেশীয় শব্দের সন্ধান মিলবে এবারের অক্সফোর্ড ইংরেজি অভিধানে।

অভিধানে ভারতীয় সংস্কৃতির কিছু শব্দ রয়েছে। যেমন- গুলাব জামুন (মিষ্টি) বা নানা রকম মশলা- কিমা, মির্চ, মির্চ মশলা, নমকিন, দম, গোস্ত । নিত্য ব্যবহার্য কিছু শব্দও পাওয়া যাবে ইংরাজি অভিধানে। যেমন- জুগার, ছি ছি, ফান্ডা, নাটক, চুপ।

সম্মানসূচক কিছু শব্দ যেমন জি, মাতা, জয়-এর যেমন দেখা মিলবে অভিধানে। তেমনি চামচা, দাদাগিরি’র দেখা মিলবে অভিধানে। আরও রয়েছে চাক্কা, জ্যাম, দেবী, দিদি, দিয়া, সেবক প্রভৃতি।

বাসস্থান অর্থে ব্যবহৃত শব্দেরও দেখা মিনবে অভিধানে। যেমন নগর, নিবাস, কেল্লা। সূর্য, নমস্কার, টপ্পা (লোকসঙ্গীত) শব্দগুলোও স্থান পেয়েছে অক্সফোর্ডের ইংরেজি অভিধানে।

Be the first to comment on "অক্সফোর্ড ডিকশনারিতে নতুন শব্দ আব্বা-দিদি"

Leave a comment

Your email address will not be published.




thirteen − nine =