নিউজ ডেস্ক : আমেরিকান মডেলদের মধ্যে অ্যাশলে গ্রাহাম অন্যতম। পুরুষদের হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী এই মডেল সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে অনলাইনে।
যার মধ্যে ট্যাটু করা একটি ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটিতে দেখা গেছে, অ্যাশলে বিকিনি পরে ছবিটি তুলেছেন। যেখানে গোপনাঙ্গে করা নয়া ট্যাটু দেখাতে আন্ডারওয়্যার বেশ খানিকটা নীচে নামিয়ে রেখেছেন তিনি। বাহামাসে ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যাশলে। সেখানেই বিকিনিতে বেশ কিছু ফটোশ্যুটও করেছেন তিনি। এছাড়া একটি ভিডিও শ্যুটও করেন অ্যাশলে। যেখানেও ট্যাটু দেখিয়েছেন এই আমেরিকান মডেল।
একটি কিংবা দু’টি নয়। বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অ্যাশলে।
Be the first to comment on "ট্যাটু দেখাতে অর্ধনগ্ন অ্যাশ"