ওবামা-হিলারির বিরুদ্ধে তদন্তে রিপাবলিকান কমিটি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কংগ্রেসের রিপাবলিকান কমিটি। ওবামার আমলে একটি ইউরেনিয়াম চুক্তি হয় যাতে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং রাশিয়া লাভবান হয় বলে মনে করা হয়। সেই চুক্তিতে কোনো গড়মিল ছিল কিনা তা খতিয়ে দেখবে কমিটি।

 

এছাড়া হিলারির বিরুদ্ধে ব্যক্তিগত মেইলে সরকারি কাজের যে অভিযোগ আছে তার তদন্তে এফবিআই কতটুকু সঠিক করেছে তাও তদন্ত করবে কমিটি। এদিকে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির ও ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে গবেষণা করতে অর্থের যোগান দিয়েছিল।

এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। সিএনএন জানিয়েছে, আইনি প্রতিষ্ঠান পারকিনস চোই হিলারির প্রচারণা শিবিরের পক্ষে এবং ফিউশন জিপিএস নাম এক গোয়েন্দা প্রতিষ্ঠান কমিটির পক্ষে কাজ করে।

 

Be the first to comment on "ওবামা-হিলারির বিরুদ্ধে তদন্তে রিপাবলিকান কমিটি"

Leave a comment

Your email address will not be published.




3 × four =