জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

এসবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতজবাজি কারখানাটিতে আগুন লাগে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, “যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব নয়, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।”

প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

Be the first to comment on "জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭"

Leave a comment

Your email address will not be published.




sixteen − five =