নিউজ ডেস্ক : দ্বিতীয় সারির ক্লাব নরিচ সিটির বিপক্ষে কষ্টের জয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করে আর্সেন ভেঙ্গারের দল।
৩৪তম মিনিটে জস মার্ফির গোলে পিছিয়ে পড়ার পর ৮৫তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান এডওয়ার্ড। আর ৯৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ তরুণ এই ফরোয়ার্ড।
সোয়ানসি সিটিকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের দুটি গোলই করেন ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড।
চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে দ্বিতীয় সারির ক্লাব ওলভসকে টাইব্রেকারে ৪-১ এ হারিয়েছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।
এছাড়া লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ব্রিস্টল সিটি।
Be the first to comment on "লিগ কাপের শেষ আটে আর্সেনাল"