নিউজ ডেস্ক : ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেন মেসি। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের চাওয়া রাশিয়ায় বিশ্বকাপের স্বাদ নিবেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। তবে এরই মধ্যে এক চোখ দিয়ে ঝরে পড়ছে মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়াল ইসলামিক স্টেট (আইএস)।
শুধু মেসির পোস্টারই নয় সেই সঙ্গে আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানোর হুমকিও দিয়েছে সন্ত্রাসী জঙ্গি সংগঠনটি। আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টার সহ মেসির এই ছবি প্রকাশ করেছে । তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, ভয়াবহ আরও ছবি ছড়িয়েছে সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যে কোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তলসহ ছবি। আর বিশ্বকাপের লোগোসহ এ ছবি দিয়ে আসন্ন রাশিয়া বিশ্বকাপে হুমকির কথাই জানান দিচ্ছে সন্ত্রাসী জঙ্গি সংগঠনটি।
Be the first to comment on "রাশিয়া বিশ্বকাপে নাশকতার হুমকি"