মুজিবনগরে একই পরিবারের ৬ রোহিঙ্গা আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান করার সময় একই পরিবারের ছয়জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৬টার দিকে মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম তাদের আটক করে থানা হেফাজতে নেন।

উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে বিজিবি কোন তথ্য দিতে পারেনি।

আটককৃতরা হলেন- মিয়ানমারের নিমেরনাই থানার শিকদার পাড়া গ্রামের মৃত আলী আহম্মেদ ওয়ালিজের ছেলে আব্দুল গনি (৩০), আব্দুল গনির স্ত্রী সালেমা খাতুন (২৭), তাদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।

ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার ভোরের দিকে নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তারা দেশের অন্য কোথায় যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজারে অবস্থান করে। খবর পেয়ে কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় মিলেছে। তারা গত দুই সপ্তাহ পূর্বে মিয়ানমার থেকে ভারতে গিয়েছিলেন।

 

Be the first to comment on "মুজিবনগরে একই পরিবারের ৬ রোহিঙ্গা আটক"

Leave a comment

Your email address will not be published.




twenty − 10 =