অল্পের জন্য রক্ষা পেল ৬৬ জন বিমানযাত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে গেছে। এতে ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটটি আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে। ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সৈয়দপুরের রানওয়েতে চাকার অংশ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কন্ট্রোল টাওয়ারকে জানালে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ঝুঁকির মুখে ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে

 

Be the first to comment on "অল্পের জন্য রক্ষা পেল ৬৬ জন বিমানযাত্রী"

Leave a comment

Your email address will not be published.




four × two =