সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির সংলাপ শুরু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সংলাপে অন্যান্য কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

জানা যায়, সংলাপের জন্য সাবেক ৫ সিইসিকে আমন্ত্রণ জানানো হলেও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, মোহাম্মদ আবু হেনা, এটিএম শামসুল হুদা উপস্থিত রয়েছেন। বহুল আলোচিত সাবেক সিইসি এমএ আজিজ ও সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দীন আহমদ সংলাপে অংশ নেননি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় আজকের এই সংলাপ। এ পর্যন্ত ৪০টি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ ছাড়াও সুশীল সমাজ, সাংবাদিক, নির্বাচনী পর্যবেক্ষক ও নারী নেতৃদের সঙ্গে সংলাপ করেছে ইসি।

দীর্ঘ তিনমাস ধরে এই সংলাপ চলে। আজ মঙ্গলবার সংলাপের শেষ দিন।

Be the first to comment on "সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির সংলাপ শুরু"

Leave a comment

Your email address will not be published.




14 + eight =