নিউজ ডেস্ক : পরীক্ষা শুরুর আধাঘণ্টা (৩০ মিনিট) আগে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করেছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের জন্য গঠিত মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামীতে অন্যান্য পাবলিক পরীক্ষায় এ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে।
Be the first to comment on "জেএসসি পরীক্ষায় ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে আসা বাধ্যতামূলক"