মার্কিন যুদ্ধবিমানে যুক্ত হচ্ছে লেজার অস্ত্র

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : উন্নত বিশ্বের দেশগুলো তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে মুখিয়ে আছে। আর তারই জের ধরে এবার মার্কিন অত্যাধুনিক সামরিক বিমান ইউ-২তে এবার লেজার অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করতে চলেছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে এভিয়েশন উইকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউ-২ ড্রাগন লেডি নামের এই সামরিক বিমানটির মধ্যে এবার প্রতিস্থাপন করা হচ্ছে একধরনের শক্তিশালী লেজার অস্ত্র। ফলে আকাশের বহু উঁচু থেকেও শত্রুর উপর আঘাত হানতে সক্ষম হবে এটি।

জানা গেছে, এই সামরিক বিমানটি প্রথম তৈরি হয় ১৯৫৫ সালে। এরপর ১৯৬২ সালে কিউবায় রাশিয়ার তৈরি করা গোপন পরমাণু কেন্দ্রের ছবি প্রথম বিশ্বের সামনে এনেছিল ইউ-২। আকাশে প্রায় সত্তর হাজার ফুট উপর থেকে ছবি তুলতে সক্ষম এই বিমান। আফগানিস্তানে ও ইরাকে লড়াইয়ের সময়ও এই সামরিক অস্ত্রের সাহায্য নিয়েছিল যুক্তরাষ্ট্র।

 

Be the first to comment on "মার্কিন যুদ্ধবিমানে যুক্ত হচ্ছে লেজার অস্ত্র"

Leave a comment

Your email address will not be published.




eight − five =