মিরাজে টাইগারদের কিছুটা স্বস্তি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয়েছে প্রোটিয়াদের। দুই ওপেনার কুইন্টন ডি কক ও তেম্বা বাভুমা মিলে যোগ করেন ১১৯ রান।

বাভুমাকে সাজঘরে ফিরিয়ে এই বড় জুটি ভেঙেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এর ঠিক ৩.১ ওভার পরই মিরাজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেছেন ৭৩ রান করা ডি কক। মিরাজের জোড়া আঘাতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

১৮তম ওভারের পঞ্চম বলটা উড়িয়ে মারতে গিয়ে লং অনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়েছেন বাভুমা। পাঁচ চারের মারে ৪৭ বলে ৪৮ রান করে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাভুমা আউট হওয়ার পর উইকেটে যান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।

২১.১ ওভারে মিরাজের বলে ফিরতি ক্যাচ দেন ডি কক। নয় চার ও এক ছয়ের মারে ৬৮ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন প্রথম ওয়ানডেতে ১৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩৯/২। ডু প্লেসি ব্যাট করছেন ১১ রানে ও অভিষিক্ত এইডেন মার্করাম অপরাজিত আছেন চার রানে।

Be the first to comment on "মিরাজে টাইগারদের কিছুটা স্বস্তি"

Leave a comment

Your email address will not be published.




8 − 7 =