নিউজ ডেস্ক : লন্ডন থেকে তিন মাস পর দেশে ফিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফেরার পর প্রথমবারের মতো দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি।
আগামীকাল সোমবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। এতে খালেদা জিয়া নিজেই সভাপতিত্ব করবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তবে সভার আলোচ্যসূচি নিয়ে কোনো বক্তব্য দিতে চাননি তিনি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ম্যাডাম দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবারই তিনি নিজের কার্যালয়ে প্রথম অফিস করবেন।”
বৈঠকে কুমিল্লার আদালতে হাজিরা, সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর্যালোচনা, ইসিকে দেওয়া প্রস্তাবনার পর্যালোচনা, সহায়ক সরকারের রূপরেখাসহ আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের পরবর্তী কর্মসূচি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।
Be the first to comment on "বিএনপি স্থায়ী কমিটির বৈঠক বসবে সোমবার"