নিউজ ডেস্ক : সারাদেশে নারীদের মধ্যে বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার নারীদের জন্য টেলিটকের বিশেষ ইন্টারনেট প্যাকেজ ‘অপরাজিতা’ উদ্বোধনকালে তিনি এতথ্য জানান।
তারানা জানান, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে। ৮ টাকায় সপ্তাহে ১ জিবি ১৪ টাকায় ২ জিবি ব্যবহার করা যাবে। মূলত নারীদের ক্ষমতায়ন ও সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ইন্টারনেটে ধীরগতি থাকবে। সাবমেরিন কেবল সংস্কারের কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হবে।
Be the first to comment on "নারীদের বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম দেয়া হবে"