কলকাতায় হচ্ছে ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভারত ও বাংলাদেশে ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমা। কথা ছিল সিনেমা মুক্তির এক দিন আগে এর প্রিমিয়ার হবে ঢাকায়। তবে ঢাকায় নয় আলোচিত এ সিনেমার প্রিমিয়ার হবে কোলকাতায়।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রবিবার এক পোস্টে ২৬ অক্টোবর সন্ধ্যায় কোলকাতায় ওই সিনেমার প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন ফারুকী। ঢাকায় প্রিমিয়ার হওয়ার দিন সেখানে ‘ডুব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ইরফান খানের অংশ নেওয়ার কথা ছিল। তবে এখন আর ঢাকায় আসছেন না তিনি।

ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আপনারা সবাই জানেন ‘ডুব’ ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম?

তিনি লিখেছেন, তাদের এই বক্তব্য আমাদের কাছে যুক্তিসংগত মনে হয়েছে। যৌথ প্রযোজনার স্পিরিটকে শ্রদ্ধা জানাতে আমরা প্রযোজকরা তাই সিদ্ধান্ত নিয়েছি ছবির প্রিমিয়ার শো কোলকাতায় হবে, ২৬ তারিখ সন্ধ্যায়। প্রিমিয়ারে অংশ নিবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী, এবং ছবির প্রযোজকগণ। সাতাশ তারিখ মুক্তি পাবে আপনাদের কাছের থিয়েটারে।

 

বাংলাদেশ এবং সর্বভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি, ও ফ্রান্সে ‘ডুব’ মুক্তি পাবে বলে স্ট্যাটাসে জানিয়েছেন পরিচালক ফারুকী।

জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ সিনেমাটি প্রযোজনা করেছে। এতে বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশার সঙ্গে রোকেয়া প্রাচীও অভিনয় করেছেন।

প্রয়াত নন্দিত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি হওয়ার বিতর্ক জড়িয়ে থাকায় ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়। সম্প্রতি জানা যায়, ছবিটির পাঁচটি দৃশ্য ছেঁটে ফেলতে হয়েছে। এ সংক্রান্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একটি নথি ফাঁস হয় গত ১৪ সেপ্টেম্বর।

Be the first to comment on "কলকাতায় হচ্ছে ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার"

Leave a comment

Your email address will not be published.




two × 1 =