নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বাসযাত্রী হলেন- শরীয়তপুরের জাজিরার কামরুজ্জামান মল্লিক (৩৭) ও মো. মাসুদ (৩৫)।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে আসার পর সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। একই সময় বাসটিকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে আহত অবস্থায় আট যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলিউর রহমান দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত"