নিউজ ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলায় নাবিল পরিবহনের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে একটি প্রাইভেটকার ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল এবং ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। এ সময় কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে প্রাইভেটকাটির সঙ্গে বাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত অবস্থায় হাপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইযুব আলী দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
Be the first to comment on "বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের তিনজন নিহত"