নিউজ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীসহ দুইজন আত্মহত্যা করেছে। শুক্রবার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা ও মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে পৃথক এ আত্মহত্যার ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের মৃত মওজ আলীর স্কুল পড়ুয়া মেয়ে হালিমা আক্তার (১৪) গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির পেছনের আমগাছে ঝুলে আত্মহত্যা করে। সে স্থানীয় মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে সকাল ৭টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামের হাবিবুর রহমান খন্দকারের বাকপ্রতিবন্ধী ছেলে জাকারিয়া (২২) গ্রামের দেওয়ালখাল নামক স্থানে গলায় দড়ি পেঁচিয়ে রেইন্ট্রিগাছে ঝুলে আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবারের লোকজন।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং মানসিক ভারসাম্যহীন জাকারিয়ার মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Be the first to comment on "নেত্রকোনায় স্কুলছাত্রীসহ দুইজনের আত্মহত্যা"