কাতালোনিয়া সংকটে নাক গলাবে না ইউরোপ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কাতালোনিয়ার স্বাধীনতা অর্জনের পথে গণভোটকে অবৈধ ঘোষণার পর এবার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করছে স্পেন। ফলে স্পেন ও কাতালোনিয়ার মধ্যে ভয়ানক সংকট তৈরি হয়েছে। তবে এই সংকট নিয়ে উদ্বিগ্ন হলেও এ বিষয়ে নাক গলাবে না ইউরোপ। ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লাইড জাঙ্কারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, এ বিষয়ে কোনো মধ্যস্থতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ বা জায়গা নেই।

এর আগে গত ১ অক্টোবর স্বাধীনতা অর্জনের লক্ষ্যে গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। এতে প্রায় ৯০ ভাগ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

স্পেনের তরফ থেকে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরেই টাস্ক এ বিষয়ে বিবৃতি দিলেন।

টাস্ক বলেন, আমার বেশ কিছু কারণেই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রজয়ের সঙ্গে স্থায়ী যোগাযোগ রয়েছে। স্পেনের চলমান এই সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু আমাদের অবস্থান একেবারেই পরিস্কার। তবে কাতালোনিয়া আমাদের আলোচ্য বিষয় নয়।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোসহ অন্যান্য ইউরোপীয় নেতাও মাদ্রিদের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

Be the first to comment on "কাতালোনিয়া সংকটে নাক গলাবে না ইউরোপ"

Leave a comment

Your email address will not be published.




13 − 1 =