সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : দালাই লামা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মুসলিম কিংবা খ্রিষ্টান বলে কোনো সন্ত্রাসী নেই। কারণ একবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার আর কোনো ধর্ম থাকে না। ভারতের মণিপুর রাজ্যের ইমফাল শহরে প্রথমবার ভ্রমণের পর তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা এ ধরনের মন্তব্য করেন।

তিনদিনের সফরে মঙ্গলবার মণিপুর যাওয়ার একদিন পর বুধবার গণঅভ্যর্থনার সময় এ ধরনের মন্তব্য করেন ৮২ বছর বয়সী এ ধর্মগুরু।

২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের মধ্যে পার্থক্য রয়েছে। পরে তিনি বলেন, এটা ভালো নয়। ঐতিহাসিকভাবেই ভারত বহু জাতি-ধর্মের দেশ। সে কারণে আলাদা আলাদা মানুষের ভিন্ন ভিন্ন গোত্র, ভিন্ন বিশ্বাস রয়েছে; আর সেটাই হওয়ার কথা।

তবে কোনো ধর্মের মানুষেরই অন্যকে প্ররোচিত করার অধিকার নেই। এটা একেবারেই ভুল কাজ বলেও মন্তব্য করেন তিনি।

দোকলাম ইস্যু নিয়ে ভারত-চীনের দ্বন্দ্বের ব্যাপারে তিনি জানান, ভারত-চীন উভয়ই মহান দেশ। কাউকে হারানোর ক্ষমতা কারও নেই। উভয়কে পাশাপাশি বসবাস করতে হবে। সীমান্ত এলাকায় কিছু সমস্যা রয়েছে। কিন্তু সে কারণে গুরুতর কোনো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না।

সূত্র : এনডিটিভি

Be the first to comment on "সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : দালাই লামা"

Leave a comment

Your email address will not be published.




19 − one =