নিউজ ডেস্ক : তিন হাসপাতাল ঘুরে রাজধানীতে সড়কে এক নারীর সন্তান প্রসবের ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই নারীকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
‘তিন হাসপাতাল ঘুরে সড়কে সন্তান প্রসব’- একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ওই শিরোনামে প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেছেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘তিন হাসপাতাল ঘুরে সড়কে সন্তান প্রসব’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, গেল মঙ্গলবার প্রসব ব্যথায় রাস্তায় বসে কাতরাচ্ছিলেন এক নারী। তার অনুরোধে এক পথচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওষুধ-পথ্যের ন্যূনতম খরচ দিতে না পারায় ওই নারীকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়। এরপর তারা যান মিটফোর্ড হাসপাতালে। একই কারণে সেখান থেকেও ফিরিয়ে দেয়া হয়। সেখান থেকে পারভীন যান আজিমপুর ম্যাটারনিটিতে। কিন্তু সঙ্গে টাকা নেই জানার পর সেখানকার স্টাফরাও হাত গুটিয়ে নেন। শেষে একপর্যায়ে ওই হাসপাতালের সামনে সড়কের ওপরই সন্তান প্রসব করেন ওই নারী।
Be the first to comment on "তিন হাসপাতাল ঘুরে সড়কে সন্তান প্রসব : দায়ীদের বিরুদ্ধে রুল জারি "