বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। এর আগে গত শুক্রবার পণ্যটির দাম চলতি মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

জানা গেছে, মূলত পারমাণবিক চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও চীনে আমদানি বৃদ্ধির খবরের জের ধরে গত শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি গ্রহণের সম্ভাবনায় ওইদিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় বেড়ে যায়। তবে ব্রেন্ট ক্রুডের দাম স্থিতিশীল ছিল।

যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআইয়ের দাম ওইদিন আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। এ ছাড়া অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারল ডব্লিউটিআই বিক্রি হয় ৫১ ডলার ৪২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৮২ সেন্ট বেশি। দিনের শুরুতে পণ্যটি ব্যারলপ্রতি ৫১ ডলার ৪৫ সেন্টে বিক্রি হয়। সূত্র : রয়টার্স

Be the first to comment on "বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম"

Leave a comment

Your email address will not be published.




two × three =