পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এ তিন ম্যাচ সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। তবে ওই ম্যাচ খেলতে পাকিস্তান সফরে না যেতে বোর্ডের কাছে অনুরোধ করেছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪০ ক্রিকেটার। কিন্তু তাদের আবেদনে সাড়া না দিয়ে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার কথা জানিয়েছে বোর্ড।

পাকিস্তানে সফর নিয়ে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, ‘পাকিস্তানের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ওপর পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পর, এসএলসি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরের ২৯ তারিখে লাহোরতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে।’

এদিকে ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ক উপল থারাঙ্গা এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। এ জন্য টিম ম্যানেজমেন্ট পুরো টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব নতুন কারো ওপর দিতে চাইছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ (মঙ্গলবার) দল ঘোষণা করতে পারে শ্রীলঙ্কা।

Be the first to comment on "পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.




five × 1 =