জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জয়পুরহাটের পুরানপৈল বাইপাস পাকরতলী এলাকায় একটি বালুভর্তি ট্রাক্টর ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুরানাপৈল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আক্কাস আলী (৫৩) ও একই এলাকার সোলায়মানের স্ত্রী আছিয়া বেগম (৫০)। আহতরা হলেন- পুরানাপৈল এলাকার রমনি নাথের ছেলে প্রেম লাল, আব্দুল প্রামানিকের ছেলে দুলাল মিয়া ও লাইলী বেগম। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, রাত ৮টার দিকে একটি বালু ভর্তি ট্রাক্টর জয়পুরহাটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে পুরানাপৈল বাইপাস এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানগাড়ির দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। ঘটনার পর পরই ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Be the first to comment on "জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.




19 + eighteen =