আয়নাবাজির মুকুটে আরও একটি সাফল্য

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকাই ছবির ইতিহাসে দারুণ এক সংযোজন হয়ে এসেছিল গেল বছর মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি। অমিতাভ রেজা পরিচালিত ছবিটি যেমন পেয়েছে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য তেমনি অর্জন করে নিয়েছে দেশ-বিদেশের অনেক স্বীকৃতি।

সেই মুকুটে এবার যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। সম্প্রতি ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭’- এ চারটি ভিন্ন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি অথবা সেরা পুরস্কার পেল আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং পার্টনার মেলোনেড্স ও পিআর পার্টনার মাস্টহেড পিআর তাদের সফল ক্যাম্পেইনের জন্য উক্ত পুরস্কারগুলো গ্রহণ করে।

আয়নাবাজি চলচ্চিত্রটি এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭এ যে চারটি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি বা সেরা পুরস্কারপ্রাপ্ত হয় সে ক্যাটাগরিগুলো হলো বেস্ট কনটেন্ট মার্কেটিং, বেস্ট ইউস অফ পিআর ইন ডিজিটাল প্লাটফর্ম, বেস্ট ইউস ইন ফেসবুক এবং বেস্ট ইনটিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্ম এর উপাধি পায় ‘আয়নাবাজি’ এবং দেশে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে ২০১৬ এর বেস্ট ফিল্ম এর উপাধি পায়। এছাড়াও কলকাতার টেলি-সিনে সোসাইটির ১৬তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পেয়েছিল আয়নাবাজি। সর্বশেষ এবার চারটি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে সেরা ডিজিটাল মার্কেটিং এর পুরস্কারও পেল চলচ্চিত্রটি।

এ বিষয়ে মেলোনেড্স এর ব্যবস্থাপনা পরিচালক ও টপ অব মাইন্ড এর গ্রুপ সিএফও সালমা আদিল বলেন, ‘চিন্তাকে চলচ্চিত্রে রূপান্তরিত করতে পারাই একটি অসাধারণ কাজ এবং সে বার্তাটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেয়া তার চেয়েও অসাধারণ একটি কাজ। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭ এর এই পুরস্কারপ্রাপ্তি আমাদের চিন্তার সৃজনশীলতার জন্য স্বীকৃতি।’

‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে। চলচ্চিত্রটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের; চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।

Be the first to comment on "আয়নাবাজির মুকুটে আরও একটি সাফল্য"

Leave a comment

Your email address will not be published.




2 × two =