নারীর বিরুদ্ধে যৌন সহিংসতায় বিশ্বের ‘নিকৃষ্টতম’ মেগাসিটি দিল্লি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিশ্বের মেগাসিটিগুলোতে তুলনামূলক নারীদের সঙ্গে যৌন সহিংসতার শিকার হওয়ার ওপর জরিপ চালিয়েছে থমসন রয়টার্স ফাউন্ডেশন। তাদের পরিচালিত এই জরিপে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতার দিক থেকে বিশ্বের ‘নিকৃষ্টতম’ মেগাসিটি হিসেবে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লির নাম।

চলতি বছরের জুন-জুলাই মাসে জাতিসংঘ ঘোষিত বিশ্বের ১৯টি মেগাসিটিতে এই জরিপ চালানো হয়। দিল্লি বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। ব্রাজিলের সাও পাউলোর পাশাপাশি ধর্ষণের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিল্লির নাম। দিল্লি শহরের নারীরা সম্ভ্রম হারানো, যৌনঘটিত হামলার শিকার, ধর্ষণ ও যৌন হয়রানির আতঙ্কে থাকে। অবশ্য এই জরিপের আগে থেকেই দিল্লি বিশ্বের ‘ধর্ষণের রাজধানী’ হিসেবে নিন্দা কুড়িয়ে আসছে।

এদিকে ধর্ষণে সবার ওপরে থাকলেও নারীদের জন্য ‘সবচেয়ে বেশি বিপজ্জনক’ শহরের তালিকায় দিল্লির নাম রয়েছে চারে। এ তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। মিশরের কায়রো শীর্ষে এবং পাকিস্তানের করাচি রয়েছে দ্বিতীয় অবস্থানে।

 

Be the first to comment on "নারীর বিরুদ্ধে যৌন সহিংসতায় বিশ্বের ‘নিকৃষ্টতম’ মেগাসিটি দিল্লি"

Leave a comment

Your email address will not be published.




1 + nineteen =