দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুস্তাফিজের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চোটের কারণে প্রথম ওয়ানডেতে ছিলেন না মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাঁহাতি এই পেসারের।
শনিবার অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে হারিয়ে হতাশ মাশরাফি। রবিবার কিম্বার্লির ডায়মন্ড ওভালে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হারের পর বাঁহাতি পেসারের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যাওয়ার কথা জানালেন অধিনায়ক।

“ব্যাপারটা কাল থেকে আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।”

মাশরাফি জানান, আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজের অবস্থা সম্পর্কে পরে জানানো হবে। তবে এখন যে অবস্থা তাতে তার খেলার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।

“আমি যতটুকু জানি, ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

সোমবার কেপ টাউন যাবে বাংলাদেশ দল। সেখানে মুস্তাফিজের স্ক্যান করানো হবে। এরপর তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের বাকি দুটি ওয়ানডে শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

 

Be the first to comment on "দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুস্তাফিজের"

Leave a comment

Your email address will not be published.




1 × 2 =