নিউজ ডেস্ক : আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর বৈদ্যুতিক তারে জড়িয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই হোটেলের আরও এক কর্মচারী।
শনিবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল অ্যান্ড রেস্টরেন্ট নামের একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
হোটেল মালিক জাহেদুল ইসলাম মন্ডল জানান, হোটেলের রান্না ঘরে সিলিন্ডারের গ্যাসের চুলায় তরকারি গরম করার কাজ করছিলেন ওই নারী। এসময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে হোটেলে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারটিও ছিড়ে পড়ে।
এসময় আগুনে দগ্ধ হয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারী কর্মচারীর মৃত্যু হয়। দৌড়ে পালাতে গিয়ে সামান্য আহত হয়েছে আরেক কর্মচারী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ।
Be the first to comment on "আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১"