নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার দামুরহাটের পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কপিল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের আছিমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
এ দুর্ঘটনায় আহত ১০ যাত্রীকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
Be the first to comment on "টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২"