ক্যালিফোর্নিয়ায় দাবানল নিহতের সংখ্যা বেড়ে ২১

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় ভয়াবহ দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। বুধবার দমকল বাহিনীর ২শর বেশি গাড়ি এবং দমকলকর্মীরা লোকজনকে সাহায্য করতে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ছুটে গেছেন।

দাবানলের আগুনে বাড়ি-ঘর হারিয়ে বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ। রোববার রাতে হঠাৎ করেই দাবানলের ঘটনা ঘটে। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক প্রধান কেন পিমলট বিবিসিকে বলেন, এটা সত্যিই খুব গুরুতর, জটিল এবং ভয়াবহ বিপর্যয়।

পিমলট জানান, বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হচ্ছে না।

ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগের পরিচালক জানিয়েছেন, ওই অঞ্চল পাঁচ বছর ধরে খরার কারণে ক্ষতিগ্রস্ত। দাবানলের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

পিমলট জানিয়েছেন, দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১য়ে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাবানলে সোনোমা কাউন্টিতে ১১ জন, মেনডোসিনো কাউন্টিতে ছয়জন, নাপা কাউন্টিতে দু’জন এবং ইউবা কাউন্টিতে দু’জনের মৃত্যু হয়েছে।

দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ২৮৫ জন নিখোঁজ রয়েছে। এছাড়া সাড়ে তিন হাজারের বেশি বাড়ি-ঘর এবং ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিমলট জানিয়েছেন, দাবানলে প্রায় ২২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১ লাখ ৭০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

 

Be the first to comment on "ক্যালিফোর্নিয়ায় দাবানল নিহতের সংখ্যা বেড়ে ২১"

Leave a comment

Your email address will not be published.




18 − fourteen =