নিউজ ডেস্ক : ভোটারবিহীন সরকার ক্ষমতার শেষপ্রান্তে এসে এখন দিশেহারা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, চারদিকে সরকারের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি এজেন্সির লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত।
তিনি বলেন, আওয়ামী সরকারের কাছে সর্বোচ্চ আদালতে মর্যাদার কোনো মূল্য নেই। প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার বিরুদ্ধে অশোভন সমালোচনা ও মিডিয়া ট্রায়ালের সর্বনাশা খেলায় মেতেছে এ সরকার।
রাষ্ট্র সমাজের আবহাওয়া এখন বৈরিতায় বিষাক্ত। ক্ষমতাসীনদের সব অপকর্ম তারা লুকাতে পারছে না, উন্মোচিত হচ্ছে তাদের কুৎসিত কর্মকাণ্ড। এই কুপথগামী সরকারের অবলম্বন শুধুমাত্র নির্লজ্জ মিথ্যাচার আচরণ। সত্য ঘটনাকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের আদর্শিক ম্যানুফেস্ট্রো।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বিএনপিসহ প্রতিবাদী বিরোধী দলগুলোর অন্তহীন প্রতিবাদী মিছিলকে আটকাতে সরকারের এক ব্যর্থ চেষ্টা। সরকারের বিভিন্ন বাহিনীর বলপ্রয়োগ প্রতিহত করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জোরালো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছে, সরকারের যেকোনো আক্রমণ মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আজ দেশব্যাপী বিএনপি ঘোষিত বিক্ষোভ মিছিল থেকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গত তিনদিন ধরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে ন্যক্কারজনক হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, মুনির হোসেন, এম এ মালেক, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "সরকার ক্ষমতার শেষপ্রান্তে এসে এখন দিশেহারা : রিজভী"