নিউজ ডেস্ক : চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করেন যুক্তরাজ্য ভিত্তিক সিকিউরিটি এবং টেক ব্লগের মালিক ক্রিস মুর। সম্প্রতি প্রকাশিত এক আর্টিক্যালে তিনি বর্ণনা করেন, কীভাবে ওয়ানপ্লাস তার ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া সংগ্রহ করেছে এবং প্রেরণ করেছে।
মুর জানান, তিনি এসএএনএস হলিডে হ্যাকিং চ্যালেঞ্জ শেষ করার সময় পুনরায় পরীক্ষা করে দেখতে গিয়ে একটি অপরিচিত ডোমেইন দেখতে পান। সেখানে তিনি দেখেন ওপেন.ওয়ানপ্লাস.নেট ডোমেইন তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অ্যামাজন এডব্লিওএস এ প্রেরণ করেছে।
ওয়ানপ্লাসের ডিভাইসের যেসব এক্সেস রয়েছে সেগুলো হলো- ফোনের আইএমইআই, সিরিয়াল নাম্বার, সেলুলার নাম্বার, ম্যাক অ্যাড্রেস, মোবাইল নেটওয়ার্ক নেম এবং ব্যবহারকারীর রিবুট, চার্জিং, স্ক্রিন টাইমস্পেস এবং অ্যাপ্লিকেশন টাইমস্পেসের মতো তথ্যে এক্সেস রয়েছে।
মুরের মতে এত বড় অ্যান্ড্রয়েড উৎপাদনকারী হিসেবে ব্যবহারকারীর ডাটা সংগ্রহ করে অন্যের কাছে প্রেরণ করা উদ্বিগ্নের বিষয়। কিন্তু এরচেয়েও বেশি উদ্বিগ্নের কারণ হলো- ওয়ানপ্লাস বিষয়টিকে কোনো বড় ইস্যু হিসেবে দেখছে না। অ্যান্ড্রয়েড অথোরিটি থেকে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে প্রতিষ্ঠানটি জানায়, গোপনীয়তা মোকাবেলার ব্যর্থ হলে ব্যবহারকারীকে সহায়তা করার জন্য এই তথ্য সংগ্রহ করা হয় এবং হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৫টি নভেম্বরে উন্মুক্ত করতে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
Be the first to comment on "গ্রাহকের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে ওয়ানপ্লাস"